লম্ব বৃত্তাকার চোঙ

Website Name:-www.ourbook.in

লম্ব বৃত্তাকার চোঙ হল বিষম আকৃতির ঘনবস্তু | এই ঘনবস্তুর দুটি সমতল এবং একটি বক্রতল আছে | সমতল দুটি বৃত্তাকার যার ব্যাসার্ধ হল AC ও BD , আর বৃত্তাকার তল দুটির পরিধি বরাবর চারপাশে ঘিরে আছে একটি বক্রতল, যা বৃত্তাকার তল দুটির পরিধির সঙ্গে লম্বভাবে অবস্থান করে | একটি আয়তক্ষেত্রের যে কোনো একটি প্রান্তিক বাহুকে অক্ষ ধরে অক্ষ বরাবর 360 ডির্গি আবর্তন করালে যে ঘনবস্তু উৎপন্ন হয় তাকে লম্ব বৃত্তাকার চোঙ বলে | উদাহরণ হল :- পাইপ, টিউব লাইট, গোল জলের ড্রাম, কাঠের গুড়ি ইত্যাদি | নিচে একটি লম্ব বৃত্তাকার চোঙ এর ছবি দেওয়া হল |


vertical round cylinder img-1

উপরের ছবি থেকে আমরা দেখতে পাই AC হল লম্ব বৃত্তাকার চোঙ এর ব্যাসার্ধ, ধরিলাম লম্ব বৃত্তাকার চোঙ এর ব্যাসার্ধ r, তা হলে AC=BD=r | আর h হল লম্ব বৃত্তাকার চোঙ এর উচ্চতা |


লম্ব বৃত্তাকার চোঙ এর কিছু গুরুত্বপূর্ণ সূত্র উল্লেখ করা হল | সূত্র গুলি পেজের নিচের দিকে বিস্তারিত আলোচনা করা হল |




সমস্ত সূত্র
নিরেট চোঙ এর সূত্র
  1. বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র \(2\pi rh\) বর্গ একক
  2. সমগ্রতল এর ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র \(2\pi r(r+h)\) বর্গ একক
  3. আয়তন নির্ণয় করার সূত্র \(\pi r^{2}h\) ঘন একক
  4. ভূমির ক্ষেত্রফল \(\pi r^{2}\) বর্গ একক
  5. দুটি বৃত্তাকার সমতলের ক্ষেত্রফল \(2\pi r^{2}\) বর্গ একক

সম্পূর্ণ ফাঁপা চোঙ এর সূত্র
  1. বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র \(2\pi rh\) বর্গ একক

কিছুটা ফাঁপা চোঙ
  1. বাইরের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র \(2\pi Rh\) বর্গ একক
  2. ভিতরের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র \(2\pi rh\) বর্গ একক
  3. বাইরের ও ভিতরের বক্রপৃষ্ঠের মোট ক্ষেত্রফল \(2\pi h(R+r)\) বর্গ একক
  4. ফাঁপা চোঙের আয়তন \(\pi h(R^{2}-r^{2})\) ঘন একক
  5. ফাঁপা চোঙের সমগ্রতলের ক্ষেত্রফল \(2\pi (R+r)(h+R-r)\) বর্গ একক


লম্ব বৃত্তাকার চোঙ এর সমন্ধে কিছু বিষয় জেনে রাখা প্রয়োজন | বিষয় গুলি হল নিম্নরূপ |

লম্ব বৃত্তাকার চোঙ এর ভূমি

লম্ব বৃত্তাকার চোঙ এর ভূমি (Base)লম্ব বৃত্তাকার চোঙ এর যে বৃত্তাকার তলের উপর চোঙটি দন্ডায়মান থাকে সেই তলকে চোঙটির ভূমি বলে |

অর্থাৎ একটি লম্ব বৃত্তাকার চোঙ এর দুটি বৃত্তাকার সমতল থাকে | ছবির মতো করে যদি চোঙটিকে দাঁড় করানো হয় তাহলে একটি বৃত্তাকার সমতল নিচের দিকে থাকবে | এই নিচের দিকে থাকা তলটির উপর চোঙটি দাড়িয়ে থাকে | এই তলকে বলা হয় ভূমি | উপরের ছবিতে B-কে কেন্দ্র করে যে বৃত্তাকার তল গঠিত হয়েছে তাই হল এখানে লম্ব বৃত্তাকার চোঙ এর ভূমি |



লম্ব বৃত্তাকার চোঙের পার্শ্বতল

লম্ব বৃত্তাকার চোঙের পার্শ্বতল (Lateral Surface)বক্রতল কে পার্শ্বতল বলে |

অর্থাৎ লম্ব বৃত্তাকার চোঙের বক্রতল কে চোঙের পার্শ্বতল বলে |



লম্ব বৃত্তাকার চোঙের অক্ষরেখা

লম্ব বৃত্তাকার চোঙের অক্ষরেখা (Axis)চোঙের বৃত্তাকার তল দুটির কেন্দ্রবিন্দু দুটিকে একটি সরল রেখা দ্বারা যুক্ত করা হয়, এই সরলরেখাকে বলা হয় অক্ষরেখা |ছবিতে AB হল চোঙ এর অক্ষরেখা |


লম্ব বৃত্তাকার চোঙের উচ্চতা

লম্ব বৃত্তাকার চোঙের উচ্চতা (Height)

চোঙের অক্ষরেখা এর দৈর্ঘ্য হল চোঙের উচ্চতা |

অঙ্ক করার সময় আমরা তিন ধরনের চোঙের বর্ণনা পেয়ে থাকি | তা হল নিম্নরূপ

  1. নিরেট চোঙ
  2. সম্পূর্ণ ফাঁপা চোঙ
  3. কিছুটা ফাঁপা চোঙ

সম্পুর্ন নিরেট চোঙ মানে চোঙ এর মাঝের অংশ ফাঁকা থাকবে না |




বাস্তবে সম্পূর্ণ ফাঁপা চোঙ হয় না | কারণ R-r এই মাঝের অংশটি থাকবে | তবে এই অংশটি এতটাই সরু হয় যে এটির অন্তর ব্যাসার্ধ ও বহির্ব্যাসার্ধ ধরা হয় না | শুধু বহির্ব্যাসার্ধ ধরেই অঙ্ক করতে হয় | তাই এই রকম অঙ্কে শুধু ব্যাসার্ধ এর কথা উল্লেখ করা হয় তাহল বহির্ব্যাসার্ধ |




কিছুটা ফাঁপা চোঙ বলতে বুঝাতে চেয়েছি চোঙ এর পাইপ টা কিছুটা মোটা | একটি ছবির সাহায্যে বুঝানোর চেষ্টা করিলাম | কিছুটা মোটা বলতে একটি অন্তর ব্যাসার্ধ ও একটি বহির্ব্যাসার্ধ থাকবে | এখানে অন্তর ব্যাসার্ধ কে ধরিলাম r ও বহির্ব্যাসার্ধ কে ধরিলাম R | R-r এই মাঝের অংশটি হল নিরেট | r ব্যাসার্ধ হল চোঙ এর ফাঁপা অংশ |

vertical round cylinder img-2