চক্রবৃদ্ধি সুদ 1 থেকে 12 দাগ
এই সমস্ত অংক গুলো পশ্চিমবঙ্গ মাধ্যমিক অঙ্ক বই গণিত প্রকাশ বই থেকে নেওয়া
পাতা নাম্বার 112 থেকে 113,কষে দেখি অধ্যায়-6
অংশ:-১ এর মধ্যে 1 থেকে 12 দাগ নাম্বারের অঙ্ক গুলি সমাধান ও বিস্তারিত আলোচনা করা হয়েছে
এই বাটন গুলো টাচ করে আপনি সরাসরি অঙ্কের দাগ নাম্বারে (Question Number) চলে যেতে পারবেন
অঙ্ক বিভিন্ন নিয়মে করা যায় | আমি এখানে তিনটি নিয়মে চক্রবৃদ্ধি সুদ এর অঙ্ক গুলি করিলাম | যে কোনো একটি নিয়মে অঙ্ক করিলে উত্তর পাওয়া যাবে | কোনো নিয়ম ভুল নয় | অঙ্ক গুলি বুঝার জন্য স্কুলের পরীক্ষার এর বক্স টি লক্ষ্য করুন | আর সরাসরি সূত্র বসিয়ে করিলে চাকরির পরীক্ষার বক্স টি লক্ষ্য করুন | যে নিয়মটি-তে অঙ্ক করিলে সহজ মনে হবে সেই নিয়মেই তোমর অঙ্ক করিবে |
1. আমার কাছে 5000 টাকা আছে। আমি ওই টাকা একটি ব্যাংকে বার্ষিক 8.5% চক্রবৃদ্ধি সুদের হারে জমা রাখলাম। 2 বছরের শেষে সুদে-আসলে মোট কত টাকা পাব হিসাব করে লিখি।
আসল | সময় | সুদ |
---|---|---|
100 টাকা | 1 বছর | 8.5 টাকা |
5000 টাকা | 2 বছর | ? টাকা |
100 টাকার 1 বছরের সুদ 8.5 টাকা
1 টাকার 1 বছরের সুদ \(\frac{8.5}{100}\) টাকা
5000 টাকার 1 বছরের সুদ \(\frac{8.5}{100}\times5000\) টাকা
5000 টাকার 1 বছরের সুদ 425 টাকা | সুদাসল হলো 5000+425=5425 টাকা | 5425 এই পরিমাণ টাকা এক বছরে পাওয়া যাবে | পরের বছর 5425 এই পরিমাণ টাকার উপর সুদ নির্ণয় হবে |
100 টাকার 1 বছরের সুদ 8.5 টাকা
1 টাকার 1 বছরের সুদ \(\frac{8.5}{100}\) টাকা
5425 টাকার 1 বছরের সুদ \(\frac{8.5}{100}\times5425\) টাকা
5425 টাকার 1 বছরের সুদ 461.125 টাকা | সুদাসল হলো 5425+461.125=5886.125 টাকা
\(\therefore\) তাদের মোট 7200 টাকা সুদ দিতে হবে
এখানে আমি প্রথমে 100 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করিব | তারপর 100 টাকার 2 বছরের যে চক্রবৃদ্ধি সুদ নির্ণয় হবে তার সঙ্গে 5000 টাকা এর তুলনা করিলে 5000 টাকা এর চক্রবৃদ্ধি সুদ নির্ণয় হবে | বিষয়টি অঙ্ক এর মাধ্যমে বুঝে নেওয়া যাক |
প্রথম বছর 100 টাকার 1 বছরের সুদ 8.5 টাকা হবে | অতএব বছরের শেষে সুদে আসলে হবে 100+8.5=108.5 টাকা
এখন দ্বিতীয় বছর 108.5 টাকা এর উপর 8.5% হারে সুদ নির্নয় করতে হবে
100 টাকার 1 বছরের সুদ 8.5 টাকা
1 টাকার 1 বছরের সুদ \(\frac{8.5}{100}\) টাকা
108.5 টাকার 1 বছরের সুদ \(\frac{8.5\times 108.5}{100}\) টাকা
\(\frac{8.5\times 108.5}{100}\)=\(\frac{922.25}{100}\)
\(\frac{922.25}{100}\)=9.2225
তাহলে আসল 100 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ হবে 8.5+9.2225= 17.7225 টাকা
আসল 1 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ হবে \(\frac{17.7225}{100}\) টাকা
আসল 5000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ হবে \(\frac{17.7225\times 5000}{100}\) টাকা
\(17.7225\times 50\)
\(886.125\) টাকা
অতএব 5000 টাকা আসলের 2 বছর পর মোট টাকা হবে 5000+886.125=5886.125 টাকা
2. 5000 টাকার বার্ষিক ৪% চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে নির্ণয় করি।
আসল | সময় | সুদ |
---|---|---|
100 টাকা | 1 বছর | 8 টাকা |
5000 টাকা | 3 বছর | ? টাকা |
100 টাকার 1 বছরের সুদ 8 টাকা
1 টাকার 1 বছরের সুদ \(\frac{8}{100}\) টাকা
5000 টাকার 1 বছরের সুদ \(\frac{8}{100}\times5000\) টাকা
5000 টাকার 1 বছরের সুদ 400 টাকা | সুদাসল হলো 5000+400=5400 টাকা | 5400 এই পরিমাণ টাকা এক বছরে পাওয়া যাবে | পরের বছর 5400 এই পরিমাণ টাকার উপর সুদ নির্ণয় হবে |
100 টাকার 1 বছরের সুদ 8 টাকা
1 টাকার 1 বছরের সুদ \(\frac{8}{100}\) টাকা
5400 টাকার 1 বছরের সুদ \(\frac{8}{100}\times5400\) টাকা
5400 টাকার 1 বছরের সুদ 432 টাকা | সুদাসল হলো 5400+432=5832 টাকা
100 টাকার 1 বছরের সুদ 8 টাকা
1 টাকার 1 বছরের সুদ \(\frac{8}{100}\) টাকা
5832 টাকার 1 বছরের সুদ \(\frac{8}{100}\times 5832\) টাকা
5832 টাকার 1 বছরের সুদ 466.56 টাকা | সুদাসল হলো 5832+466.56=6298.56 টাকা
\(\therefore\) তাদের মোট 7200 টাকা সুদ দিতে হবে
3. গৌতমবাবু 2000 টাকা বার্ষিক 6% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরের জন্য ধার নিয়েছেন। 2 বছর পরে তিনি কত টাকা চক্রবৃদ্ধি সুদ দেবেন তা হিসাব করে লিখি।
আসল | সময় | সুদ |
---|---|---|
100 টাকা | 1 বছর | 6 টাকা |
2000 টাকা | 2 বছর | ? টাকা |
প্রথম বছর 100 টাকার 1 বছরের সুদ 6 টাকা হবে | অতএব বছরের শেষে সুদে আসলে হবে 100+6=106 টাকা
এখন দ্বিতীয় বছর 106 টাকা এর উপর 6% হারে সুদ নির্নয় করতে হবে
100 টাকার 1 বছরের সুদ 6 টাকা
1 টাকার 1 বছরের সুদ \(\frac{6}{100}\) টাকা
106 টাকার 1 বছরের সুদ \(\frac{6\times 106}{100}\) টাকা
\(\frac{6\times 106}{100}\)=\(\frac{636}{100}\)
\(\frac{636}{100}\)=6.36
তাহলে আসল 100 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ হবে 6+6.36= 12.36 টাকা
আসল 1 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ হবে \(\frac{12.36}{100}\) টাকা
আসল 2000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ হবে \(\frac{12.36\times 2000}{100}\) টাকা
\(\frac{12.36\times 2000}{100}\)
\(12.36\times 20\) টাকা
\(247.2\) টাকা
অতএব 2000 টাকা আসলের 2 বছর পর মোট টাকা হবে 2000+247.2=2247.2 টাকা
4. 30000 টাকার বার্ষিক 9% চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করি।
আসল | সময় | সুদ |
---|---|---|
100 টাকা | 1 বছর | 9 টাকা |
30000 টাকা | 3 বছর | ? টাকা |
step:-1 নিয়মে এই 4 নম্বর দাগের চক্রবৃদ্ধি সুদ এর অঙ্কটি করা যাবে | তবে সমাধান করিতে জটিল হবে বলে আমার মনে হয় | তাই আমি দ্বিতীয় পদ্ধতিতে অঙ্কটি সমাধান করিলাম | সূত্র বসিয়ে অঙ্ক করিলে আরো সহজে সমাধান হয়ে যাবে | একটি টেবিলের মাধ্যমে সহজে দেখে নেওয়া যাক |
সময় | আসল | সুদ | সুদআসল |
---|---|---|---|
প্রথম বছর | 30000 টাকা | 2700টাকা | 30000+2700=32700 টাকা |
দ্বিতীয় বছর | 32700 টাকা | 2943 টাকা | 32700+2943 =35643 টাকা |
তৃতীয় বছর | 35643 টাকা | 3207.87 টাকা | 35643+3207.87 =38850.87 টাকা |
তৃতীয় বছরের শেষে 30000 টাকার চক্রবৃদ্ধি সুদাআসল হবে 38850.87 টাকা | অতএব তৃতীয় বছরের শেষে সুদ হবে 38850.87-30000=8850.87 টাকা |
অন্য রকম ভাবে করিলে 2700+2943+3207.87= 8850.87টাকা
5. বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদের হারে 80000 টাকার \(2\frac{1}{2}\) বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে, তা হিসাব করে লিখি।
আসল | সময় | সুদ |
---|---|---|
100 টাকা | 1 বছর | 5 টাকা |
80000 টাকা | \(2\frac{1}{2}\) বছর | ? টাকা |
100 টাকার 1 বছরের সুদ 5 টাকা
1 টাকার 1 বছরের সুদ \(\frac{5}{100}\) টাকা
80000 টাকার 1 বছরের সুদ \(\frac{5}{100}\times 80000\) টাকা
\(5\times 800=4000\)
80000 টাকার 1 বছরের সুদ 4000 টাকা | সুদাসল হলো 80000+4000=54000 টাকা | 84000 এই পরিমাণ টাকা এক বছরে পাওয়া যাবে | পরের বছর 84000 এই পরিমাণ টাকার উপর সুদ নির্ণয় হবে |
100 টাকার 1 বছরের সুদ 5 টাকা
1 টাকার 1 বছরের সুদ \(\frac{5}{100}\) টাকা
84000 টাকার 1 বছরের সুদ \(\frac{5}{100}\times 84000\) টাকা
\(5\times 840=4200\) টাকা
84000 টাকার 1 বছরের সুদ 4200 টাকা | সুদাসল হলো 84000+4200=88200 টাকা
100 টাকার 12 মাসের সুদ 5 টাকা
100 টাকার 1 মাসের সুদ \(\frac{5}{12}\) টাকা
1 টাকার 1 মাসের সুদ \(\frac{5}{12\times 100}\) টাকা
88200 টাকার 1 মাসের সুদ \(\frac{5\times 88200}{12\times 100}\) টাকা
88200 টাকার 6 মাসের সুদ \(\frac{5\times 88200\times 6}{12\times 100}\) টাকা
\(\frac{5\times 88200\times 6}{12\times 100}\) টাকা
\(\frac{5\times 88200}{2\times 100}\) টাকা
\(\frac{5\times 882}{2}\) টাকা
\(5\times 441\) টাকা
\(2205\) টাকা
88200 টাকার 6 মাসের সুদ 2205 টাকা | সুদাসল হলো 88200+2205= 90405 টাকা
অতএব \(2\frac{1}{6}\) বছরের শেষে 80000 টাকার সমূল চক্রবৃদ্ধি হবে 90405 টাকা
6. ছন্দাদেবী বার্ষিক ৪% চক্রবৃদ্ধি সুদের হারে কিছু টাকা 2 বছরের জন্য ধার করেন। চক্রবৃদ্ধি সুদ 2496 টাকা হলে ছন্দাদেবী কত টাকা ধার করেছিলেন নির্ণয় করি।
আসল | সময় | সুদ |
---|---|---|
100 টাকা | 1 বছর | 8 টাকা |
? টাকা | 2 বছর | 2496 টাকা(চক্রবৃদ্ধি সুদ) |
ধরিলাম ছন্দাদেবী x টাকা ধার করিলেন | এখন আমরা x টাকার চক্রবৃদ্ধি সুদাআসল নির্নয় করিব |
100 টাকার 1 বছরের সুদ 8 টাকা
1 টাকার 1 বছরের সুদ \(\frac{8}{100}\) টাকা
x টাকার 1 বছরের সুদ \(\frac{8}{100}\times x\) টাকা
\(\frac{8}{100}\times x\)
\(0.08\times x\)
\(0.08x\)
x টাকার 1 বছরের সুদ 0.08x টাকা | সুদাসল হলো x+0.08x=x(1+0.08)=x(1.08)=1.08x টাকা | 1.08x এই পরিমাণ টাকা এক বছরে পাওয়া যাবে | পরের বছর 1.08x এই পরিমাণ টাকার উপর সুদ নির্ণয় হবে |
100 টাকার 1 বছরের সুদ 8 টাকা
1 টাকার 1 বছরের সুদ \(\frac{8}{100}\) টাকা
1.08x টাকার 1 বছরের সুদ \(\frac{8}{100}\times 1.08x\) টাকা
\(\frac{8}{100}\times 1.08x\) টাকা
\(0.08\times 1.08x\) টাকা
\(0.0864x\) টাকা
1.08x টাকার 1 বছরের সুদ 0.0864x টাকা | সুদাসল হলো 1.08x+0.0864x=1.1664x টাকা | 2 বছর পর চক্রবৃদ্ধি সুদ হল x-1.1664x=0.1664x টাকা |
অতএব ছন্দাদেবী 15000 টাকা ধার করেছিলেন |
প্রথম বছর 100 টাকার 1 বছরের সুদ 8 টাকা হবে | অতএব বছরের শেষে সুদে আসলে হবে 100+8=108 টাকা
7. বার্ষিক 10% চক্রবৃদ্ধির হার সুদে কোন আসলের 3 বছরের চক্রবৃদ্ধি সুদ 2648 হবে, তা হিসাব করে লিখি।
আসল | সময় | সুদ |
---|---|---|
100 টাকা | 1 বছর | 10 টাকা |
? টাকা | 3 বছর | 2648 টাকা(চক্রবৃদ্ধি সুদ) |
এই 7 এর দাগের চক্রবৃদ্ধি সুদ এর অঙ্কটি অনুরূপ 6 এর দাগের অঙ্কের মতো | 6 এর দাগের নিয়ম এর মতো সমাধান করলেই অঙ্কের উত্তর পাবো | 6 এর দাগে চলরাশি ধরে অঙ্ক করেছি, এখানে চলরাশি না ধরিলে অঙ্ক করা যাবে না বলে আমার মনে হয় | যদি আমি চলরাশি না ধরে অঙ্ক করিব বলে মনে করি তাহলে স্কুলের পরীক্ষার জন্য step:-2 এই নিয়মে অঙ্কটি করিব | স্কুলের পরীক্ষার জন্য step:-2 এই নিয়মে অংকটি চলরাশি না ধরিলেও অঙ্কটি সমাধান করা যাবে |
প্রথম বছর 100 টাকার 1 বছরের সুদ 10 টাকা হবে | অতএব বছরের শেষে সুদে আসলে হবে 100+10=110 টাকা
এই চক্রবৃদ্ধি সুদ এর অঙ্কটি 6 দাগ নাম্বারের মতো নিয়মেই হবে | 6 দাগ নাম্বার এর অঙ্কটিতে চলরাশি x ধরে ছিলাম | এখানে অঙ্কটি বিপরীত দিক থেকে করিলাম |
৪. রহমতচাচা বার্ষিক 9% চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা সমবায় ব্যাংকে জমা রেখে 2 বছর পরে সুদে-আসলে 29702.50 টাকা ফেরত পেলেন। রহমতচাচা কত টাকা সমবায় ব্যাংকে জমা রেখেছিলেন নির্ণয় করি।
আসল | সময় | সুদ |
---|---|---|
100 টাকা | 1 বছর | 9 টাকা |
? টাকা | 2 বছর | 29702.50 টাকা(সুদে-আসলে) |
8 নম্বর দাগের চক্রবৃদ্ধি সুদ এর অঙ্কটি 6 এর দাগের নিয়মে সমাধান করা যাবে| অর্থাৎ চলরাশি ধরে অঙ্ক করিতে পারিবো | কিন্তু এখানে চলরাশি না ধরে অঙ্ক করিব | কি ভাবে চক্রবৃদ্ধি সুদ এর অঙ্কটি সমাধান করিব দেখে নেওয়া যাক | এই চক্রবৃদ্ধি সুদ এর অঙ্কটি শেষের দিক থেকে সমাধান করিব |
27250 পরিমাণ টাকা হলো দ্বিতীয় বছরের শুরুতে আসল | অর্থাৎ প্রথম বছরের শেষে সুদা-আসল হল 27250 পরিমাণ টাকা
অতএব রহমতচাচা 25000 পরিমাণ টাকা সমবায় ব্যাংকে জমা রেখেছিলেন |
এখানে একটি গুরুত্বপূর্ণ পার্থক্য লক্ষ করা যাক 7 নম্বর ও 8 নম্বরের অঙ্ক দুটির মধ্যে | এই রকম নিয়মে 7 নম্বর এর চক্রবৃদ্ধি সুদ এর অঙ্কটি সমাধান করা গেল না, কিন্তু 8 নম্বরের চক্রবৃদ্ধি সুদ এর অংকটি সমাধান করা গেল | কারণ 7 নম্বর দাগের চক্রবৃদ্ধি সুদ এর অংকটিতে চক্রবৃদ্ধি সুদ উল্লেখ করা ছিল | আর 8 নম্বর দাগের চক্রবৃদ্ধি সুদের অংকটি এর মধ্যে সুদ-আসল উল্লেখ করা আছে | যদি চক্রবৃদ্ধি-সুদ উল্লেখ করা থাকে তাহলে এই নিয়মে সমাধান করা যাবে না, সুদ-আসল উল্লেখ করা থাকলে এই নিয়মে সমাধান করা যাবে |
7 এর দাগ নাম্বারের মতো হুবহু হবে | তাই এই অংকটি আর করিলাম না |
9. বার্ষিক ৪% চক্রবৃদ্ধি হার সুদে কত টাকার 3 বছরের সমূল চক্রবৃদ্ধি 31492.80 টাকা হবে, তা হিসাব করে লিখি।
আসল | সময় | সুদ |
---|---|---|
100 টাকা | 1 বছর | 8 টাকা |
? টাকা | 3 বছর | 31492.80 টাকা(সুদে-আসলে) |
29160 পরিমাণ টাকা হলো তৃতীয় বছরের শুরুতে আসল | অর্থাৎ দ্বিতীয় বছরের শেষে সুদা-আসল হল 29160 পরিমাণ টাকা
27000 পরিমাণ টাকা হলো দ্বিতীয় বছরের শুরুতে আসল | অর্থাৎ প্রথম বছরের শেষে সুদা-আসল হল 27000 পরিমাণ টাকা
অতএব 25000 পরিমাণ টাকা 3 বছর পর সমূল চক্রবৃদ্ধি 31492.80 টাকা হবে |
7 ও 8 নম্বর দাগের অংকটির মতো হবে , তাই অংকটি আর করিলাম না |
তিন রকম নিয়মে চক্রবৃদ্ধি সুদ, সমহার বৃদ্ধি এর অঙ্ক গুলি সমাধান করিলাম | এখন 10,11 ও 12 দাগ নাম্বার এর অঙ্ক গুলি সূত্র ব্যবহার করে সহজেই সমাধান করে নিব |
10. বার্ষিক 7.5% সুদের হারে 12000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর নির্ণয় করি।
আসল | সময় | সুদ |
---|---|---|
100 টাকা | 1 বছর | 7.5 টাকা |
12000 টাকা | 2 বছর | ? |
এই অঙ্কটিতে আমাদেরকে প্রথমে 12000 টাকার 2 বছরের জন্য চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করতে হবে | তারপর 12000 টাকার 2 বছরের সরল সুদ নির্ণয় করতে হবে | চক্রবৃদ্ধি সুদ থেকে সরল সুদ বাদ দিলে আমরা উত্তরটা পাবো |
এখন সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ এর পার্থক্য হলো 1867.5 টাকা-1800 টাকা
সমাধান করলেই উত্তর পাওয়া যাবে |
11. 10.000 টাকার বার্ষিক 5% সুদের হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য হিসাব করে লিখি।
আসল | সময় | সুদ |
---|---|---|
100 টাকা | 1 বছর | 5 টাকা |
12000 টাকা | 3 বছর | পার্থক্য |
এই অঙ্কটি অনুরুপ 10 দাগ নম্বর এর অঙ্কের মতো | তাই শুধু মাত্র সমাধান করিলাম |
\(A=p(1+\frac{r}{100})^{n}\)এখন সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ এর পার্থক্য হলো 1576.25 টাকা-1500 টাকা
এই অঙ্কের সূত্র 10 দাগ নম্বর এর মতো হবে |
12. বার্ষিক 9% সুদের হারে কিছু টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর 129.60 টাকা হলে, ওই টাকার পরিমাণ হিসাব করে লিখি।
আসল | সময় | সুদ |
---|---|---|
100 টাকা | 1 বছর | 9 টাকা |
x টাকা | 2 বছর | পার্থক্য 129.60 |
ধরিলাম আসল x টাকা |
x টাকার 2 বছর বাদ চক্রবৃদ্ধি সুদ হবে তা নির্ণয় করি |