চক্রবৃদ্ধি সুদ ও সমহার বৃদ্ধি 13 থেকে 25
এই সমস্ত অংক গুলো পশ্চিমবঙ্গ মাধ্যমিক অঙ্ক বই গণিত প্রকাশ বই থেকে নেওয়া
পাতা নাম্বার 113,কষে দেখি অধ্যায়-6
এর মধ্যে 13 থেকে 25 দাগ নাম্বারের অঙ্ক গুলি সমাধান ও বিস্তারিত আলোচনা করা হয়েছে
এই বাটন গুলো টাচ করে আপনি সরাসরি অঙ্কের দাগ নাম্বারে (Question Number) চলে যেতে পারবেন
পশ্চিমবঙ্গের মাধ্যমিক অঙ্ক বই গণিত প্রকাশ বইটিতে চক্রবৃদ্ধি সুদ ও সমহার বৃদ্ধি এর অঙ্ক গুলি দুটি ভাগে ভাগ করে দুটি আলাদা আলাদা পৃষ্ঠা তৈরি করেছি | প্রথম পৃষ্ঠায় 1 থেকে 12 দাগ নাম্বারের অঙ্ক গুলি আলোচনা করা হয়েছে, এই পৃষ্ঠায় 13 থেকে 25 দাগ নম্বর অংক গুলো বিস্তারিত আলোচনা করা হয়েছে |
13. যদি বার্ষিক 10% হারে কিছু টাকার 3 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর 930 টাকা হয়, তবে ওই টাকার পরিমাণ কত হিসাব করে লিখি।
ধরিলাম টাকার পরিমাণ হল x টাকা | এখন আমাকে 3 বছরের জন্য চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদ আলাদা নির্নয় করতে হবে | দুটি আলাদা টেবিলে তৈরি করিলাম |
আসল | সময় | সরল সুদ |
---|---|---|
100 টাকা | 1 বছর | 10 টাকা |
x টাকা | 3 বছর | ? টাকা |
আসল | সময় | চক্রবৃদ্ধি সুদ |
---|---|---|
100 টাকা | 1 বছর | 10 টাকা |
x টাকা | 3 বছর | ? টাকা |
প্রথমে সরল সুদ নির্নয় করিলাম
100 টাকার 1 বছরের সুদ 10 টাকা
1 টাকার 1 বছরের সুদ \(\frac{10}{100}\) টাকা
x টাকার 1 বছরের সুদ \(\frac{10}{100} \times x\) টাকা
এখন x টাকার 3 বছর পর সরল সুদ হল \(\frac{10x \times 3}{100}\) টাকা
\(\frac{30x}{100}\) =\(\frac{3x}{10}\) টাকা
এখন 3 বছর পর x টাকার চক্রবৃদ্ধি সুদ কত হবে নির্নয় করিব | চক্রবৃদ্ধি সুদ কিভাবে নির্ণয় করতে হয় তা পূর্বের পৃষ্ঠায় আলোচনা করা হয়েছে | এখানে শুধু সূত্র ব্যবহার করে সমাধান করিব | তাই চাকরির পরীক্ষার জন্য বক্স টি আর করিলাম না |
\(1.331x\) এই পরিমাণ টাকা হল 3 বছর পর x টাকার চক্রবৃদ্ধি সুদাসল | তা হলে x টাকার 3 বছর পর সুদ হবে \(1.331x-x\) টাকা
এখন শর্ত অনুযায়ী x টাকার চক্রবৃদ্ধি সুদ বিযুক্ত সরল সুদ হবে 930 টাকা
অতএব টাকার পরিমাণ হবে 30,000 টাকা
এখানে সরল সুদের অঙ্কটি লিখে করিলাম | সরাসরি সূত্র বসিয়ে করলে অঙ্কটি হয়িতো | পরের অঙ্ক গুলি সূত্র বসিয়ে করিব |
14. বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার যদি প্রথম বছর 7% এবং দ্বিতীয় বছর ৪% হয়, তবে 6000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ হিসাব করে লিখি।
আসল | সময় | সুদ |
---|---|---|
100 টাকা | 1 বছর | 7 টাকা |
6000 টাকা | 1 বছর | প্রথম বছরের সুদ ? টাকা |
6000 টাকার 1 বছরের সুদ 7% হারে হলে সুদ হবে \(\frac{6000 \times 7}{100}\)=420 টাকা | এখন 6000 টাকার 1 বছর পর সুদ আসল হবে 6000+420=6420 টাকা | 6420 পরিমাণ টাকা এর 8% হারে 1 বছর পর সুদ কত হবে নির্ণয় করিব |
আসল | সময় | সুদ |
---|---|---|
100 টাকা | 1 বছর | 8 টাকা |
6420 টাকা | 1 বছর | সুদ ? টাকা |
6420 টাকার সুদ হবে \(\frac{6420 \times 8}{100}\)=513.6 টাকা | তা হলে 6000 টাকার 2 বছর পর মোট সুদ হবে 420+513.6=933.60 টাকা | (প্রথম বছরের সুদ মানে 420 +দ্বিতীয় বছরের সুদ মানে 513.60) |
15. বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার যদি প্রথম বছর 5% এবং দ্বিতীয় বছর 6% হয়, তবে 5000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করি।
এই চক্রবৃদ্ধি সুদের অঙ্কটি 14 দাগ নাম্বারের মতো হবে | প্রথম বছর 5% ও দ্বিতীয় বছর, প্রথম বছরের সুদাসলকে মুলধন ধরে 6% হারে সুদ নির্ণয় করিতে হবে| তার পর দুই বছরের সুদকে যোগ করিলে উত্তর পাবো |
5000 টাকার 1 বছরে 5% হারে সুদ হবে 250 টাকা | সুদ আসল হবে 5000+250=5250 টাকা
এখন 5250 টাকার 6% হারে 1 বছরের জন্য সুদ নির্ণয় করিব |
এখন নির্ণয় করা প্রথম বছর ও দ্বিতীয় বছর এর সুদ দুটি যোগ করিলে মোট 250+315=565 টাকা পাবো |
আসুন এই অঙ্কটি অন্যভাবে করে নেওয়া যাক |প্রথম বছর 5000 টাকার সুদ আসল অর্থাৎ 5250 টাকা নির্ণয় করেছি |দ্বিতীয় বছর 5250 টাকার 6% হারে সুদ হবে 315 টাকা | সুদ আসল হবে 5250+315=5565 টাকা | অর্থাৎ 5000 টাকার 2 বছর পর চক্রবৃদ্ধি সুদাসল হল 5565 টাকা | তা হলে 5000 টাকার 2 বছর পর সুদ হবে 5565-5000=565 টাকা |
16. কোনো নির্দিষ্ট পরিমাণ মূলধনের 1 বছরের সরল সুদ 50 টাকা এবং 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 102 টাকা হলে, মূলধনের পরিমাণ ও বার্ষিক সুদের হার হিসাব করে লিখি।
এই চক্রবৃদ্ধি সুদ এর অঙ্কটি আমি এই রকম ভাবে করিলাম |আমরা সকলেই জানি অঙ্ক বিভিন্ন নিয়মে সমাধান করা যায়, তবে আমার মনে হয় এই অঙ্কটি এই রকম ভাবে সমাধান করিলে সহজ হবে উত্তর নির্নয় করা যাবে |
এখন x টাকার চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করিব | x টাকার r% হারে প্রথম বছর সুদ হবে \(\frac{xr}{100}\) টাকা, অর্থাৎ 50 টাকা | কারণ \(\frac{xr}{100}\)=50 | তা হলে প্রথম বছরের শেষে x টাকার সুদাসল হলো x+50 টাকা | অর্থাৎ দ্বিতীয় বছরের শুরুতে মূলধন হল x+50 টাকা | এখন এই x+50 টাকার r% হারে সুদ নির্ণয় করিব এক বছরের জন্য |
এখন আমরা পেলাম বার্ষিক সুদের হার 4% | অর্থাৎ r এর মান | এই r এর মান 1.NO সমীকরণে বসিয়ে x এর মান পাবো |
17. কোনো মূলধনের 2 বছরের সুদ ও চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে 8400 টাকা এবং 8652 টাকা হলে মূলধন ও বার্ষিক সুদের হার হিসাব করে লিখি।
এই অঙ্কটি করতে হলে 16 দাগ নাম্বারের চক্রবৃদ্ধি সুদের অঙ্কটি ভালো ভাবে বুঝতে হবে | 6 দাগ নাম্বার অঙ্কটি বুঝিতে পারিলে এই অংকটি সমাধান করা সহজ হবে |
প্রথমে 16 দাগ নম্বরের চক্রবৃদ্ধি অঙ্কের সঙ্গে 17 দাগ নম্বরের চক্রবৃদ্ধি অঙ্কের তুলনা করে নেওয়া যাক | তার পর এই চক্রবৃদ্ধি সুদ এর অঙ্কটি সমাধান করিব | একটি টেবিলের সাহায্যে বোঝানোর চেষ্টা করিলাম |
16.NO | 17.NO |
---|---|
এক বছরে সরল সুদ 50 টাকা | দুই বছরে সরল সুদ 8400 টাকা | তা হলে এখানে এক বছরে সরল সুদ হবে \(\frac{8400}{2}=4200\) টাকা |
18. 6 মাস অন্তর দেয় বার্ষিক ৪% চক্রবৃদ্ধি হার সুদে 6000 টাকার 1 বছরের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করি।
6 মাস অন্তর 8% হারে সুদ পেয়ে থাকে | অর্থাৎ বছরে 2 বার সুদ পাই |
6000 টাকার প্রথম 6 মাসে সুদ হয় 240 টাকা, সুদ আসল হবে 6240 টাকা | 6240 টাকা হলো দ্বিতীয় 6 মাসের শুরুতে মূলধন |
6489.60 পরিমাণ টাকা হল 6000 টাকার এক বছরের চক্রবৃদ্ধি সুদ আসল | তা হলে সুদ হবে 6489.60-6000=489.60 টাকা
6 মাস অন্তর সুদ দেয় অর্থাৎ বছরে দুইবার সুদ পাবে | অর্থাৎ পর্ব বছরে 2 বার হলে চক্রবৃদ্ধি সুদআসল এর সূত্র হবে \(A=p(1+\frac{\frac{r}{2}}{100})^{2n}\) | এখানে n মানে বছরের সংখ্যা | এখানে 1 বছর বলা হয়েছে তাই n=1
অতএব 6000 টাকার 1 বছরের সুদ হবে 489.60 টাকা
19. 3 মাস অন্তর দেয় বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে 6250 টাকার 9 মাসের চক্রবৃদ্ধি সুদ হিসাব করে লিখি।
20. যদি 60000 টাকার 2 বছরে সমূল চক্রবৃদ্ধি 69984 টাকা হয়, তবে বার্ষিক সুদের হার হিসাব করে লিখি।
আমার মনে হয় এই চক্রবৃদ্ধি অঙ্কটির সুদ আসল অর্থাৎ সমূল চক্রবৃদ্ধি হবে 6998.40 টাকা | 6998.40 এই পরিমাণ টাকা হলে সমাধান সহজ হবে |
ধরিলাম বার্ষিক সুদের হার r%21. বার্ষিক ৪% চক্রবৃদ্ধি হার সুদে কত বছরে 40000 টাকার সমূল চক্রবৃদ্ধি 46656 টাকা হবে, তা নির্ণয় করি।
22. শতকরা বার্ষিক কত চক্রবৃদ্ধি হার সুদে 10000 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 12100 টাকা হবে, তা হিসাব করে লিখি।
এই চক্রবৃদ্ধি সুদের অঙ্কটি 20 দাগ নাম্বারের মতো হবে |
23. বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে কত বছরে 50000 টাকার সমূল চক্রবৃদ্ধি 60500 টাকা হবে, তা নির্ণয় করি।
এই চক্রবৃদ্ধি সুদের অঙ্কটি 21 দাগ নাম্বারের মতো হবে |
24. বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে কত বছরের 300000 টাকার সমূল চক্রবৃদ্ধি 399300 টাকা হবে, তা হিসাব করে লিখি।
এই চক্রবৃদ্ধি সুদের অঙ্কটি 21 দাগ নাম্বারের মতো হবে |
25. সুদের পর্ব 6 মাস হলে বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে 1600 টাকার 1½ বছরের চক্রবৃদ্ধি সুদ ও সুদ-আসল নির্ণয় করি।
এই চক্রবৃদ্ধি সুদের অঙ্কটি অনেকটা 19 দাগ নাম্বারের মতো হবে | এখানে 6 মাস অন্তর সুদ দেওয়া হয় বলে পর্ব 2 হবে | পর্ব 2 এর সূত্র বসিয়ে অঙ্কটি করিলাম |